ঢাকা: প্রিমিয়ার লিগ নিয়ে সৃষ্ট জটিলতা পুরোপুরি কাটেনি। ক্লাবগুলো ক্রিকেটারদের দাবির প্রতি সম্মান দেখালেও দুহস্ত উদার করেনি। সোমবার ঢাকা প্রিমিয়ার বিভাগের ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় সিসিডিএম কর্মকর্তাদের, কিন্তু সেখানে ‘এ’ প্লাস শ্রেণীতে দুই লাখ টাকা বাড়ালেও বাকিগুলো আগের মতোই আছে।
সিসিডিএম চেয়ারম্যান মোবাইল ফোনে বাংলানিউজকে বলেন,‘উভয় পক্ষের প্রস্তাবনা আমার কাছে ছিল। ক্লাবগুলোকে আজ অনুরোধ করি, টাকা বাড়াতে। তারা ‘এ’ প্লাস শ্রেণীতে দুই লাখ টাকা বাড়ালেও অন্যগুলোতে কোনো পরিবর্তন আনেনি।’
ছয়টি শ্রেণীতে বিভাজন করে ক্রিকেটারদের দল বদল হবে রোটেশন পদ্ধতিতে। ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’ প্লাস, ‘বি’, সি এবং ডি এই শ্রেণীতে নিলাম করবে।
প্রিমিয়ার লিগ ক্লাব সমিতি সর্বোচ্চ ২০ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করেছিল। ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সেখানে ৩০ থেকে ৩৫ লাখ টাকা দাবি করেছে শীর্ষ ক্রিকেটারদের জন্য।
স্পোর্টস করেসপন্ডেন্ট
Discussion about this post