ক্লাব ফুটবলে সর্বকালের সেরা হয়ে যাওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। আরো একবার ট্রেবল জয়ের পথে আছেন বার্সেলোনার এই কিংবদন্তি। তারই ম্যাজিকে কোপা দেল রের শিরোপা জিতল বার্সা। তাইতো এখন প্রশংসা বৃষ্টিতে ভিজছেন মেসি।
এইতো শনিবার নু ক্যাম্পে কিংস কাপের ফাইনালে আথলেতিক বিলবাওকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। ম্যাচে লিওনেল মেসি করেন জোড়া গোল।
এর মধ্যে প্রথম গোলটি ছিল অসাধারন। যা কীনা ইতিহাসের অন্যতম সেরা গোলের তালিকায় উঠে এসেছে।
মাঝমাঠের বৃত্তের কাছ থেকে বিলবাওয়ের সীমানার ডান দিকে বল পেয়ে এগিয়ে যেতে থাকেন মেসি। তিনজন খেলোয়াড়কে কাটিয়ে বল নিয়ে ডি বক্সে চলে যান ফিফার চারবারের বর্ষসেরা। এরপর ডি-বক্সে আরেক ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ে শট নেন। গোলরক্ষককে ফাকি দিয়ে বল চলে যায় জালে।
এমন গোলার পর সতীর্থ নেইমার বলছিলেন–“লিও অনন্য…তুমিই আমার কাছে বিশ্বের সেরা।”
শুধু নেইমারই নয়, অন্য সতীর্থরাও মাথায় তুলে রাখছেন মেসিকে। ডাবল জয়ের পর এবার বার্সার লক্ষ্য ট্রেবল। চোখ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতে।
Discussion about this post