ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ জয়ের পর এখন উড়ছে ইংল্যান্ড ক্রিকেট দল। ৪৪ বছর পর এসে স্বপ্ন পূরণ বলে কথা! আর সেই জয়ের নায়ক বেন স্টোকস আছেন স্বস্তিতে। তিন বছর আগে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ওভারেই কার্লোস ব্রাথওয়েট চার ছক্কা হাঁকান। হতাশা নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। তারপরা সমালোচনার তোপে ছিলেন। মাঠের বাইরের কিছু ঘটনা চাপে রেখেছিল তাকে।
কিন্তু সব সমস্যা শেষে এখন স্টোকস ইংল্যান্ডের জয়ের নায়ক। দ্বাদশ বিশ্বকাপ ফাইনালে ফাইনালে দলের বিপদে হার না মানা ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। তারপর থেকেই স্টোকসের বন্দনায় মেতেছেন সবাই। যে তালিকায় আছেন ইয়ান মরগানও।
ইংলিশ অধিনায়ক বলেন, ‘কলকাতায় তিন বছর আগে যা হয়েছিল, তার পরে বহু ক্রিকেটারের খেলোয়াড় জীবন শেষ হয়ে যেতে পারত। স্টোকসকে বহুবার এ কথাটা আমি বলেছি। যে পরিস্থিতি অতিক্রম করে গত কয়েক বছরে ও এগিয়ে এসেছে, তা এক কথায় অবিশ্বাস্য ও অসাধারণ। ও একজন অতিমানব। এই বিশ্বকাপের ফাইনালের শেষ মুহূর্ত পর্যন্ত ও আমাদের ব্যাটিং বয়ে নিয়ে বেড়িয়েছে। জস বাটলারের সঙ্গে ওর জুটি অসাধারণ। কিন্তু শেষের দিকে যে মেজাজে ও ব্যাট করে গেল, তা অবিশ্বাস্য। ব্যাট করে ক্লান্ত, অবসন্ন ও ঘর্মাক্ত অবস্থায় ম্যাচ টাই করে সুপার ওভারে গিয়ে ব্যাট করেও রান তুলল।’
স্টোকস এমনই দাপটে খেলেছে যাচ্ছেন এখন। মরগান জানাচ্ছিলেন, ‘অনেকবার স্টোকস দলের দুঃসময়ে একাই একশো হয়ে আমাদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, দলের মিটিং বা অনুশীলনের সময় স্টোকস নানা পরামর্শ দেয়। ফাইনালে দিনটা ছিল ওর। একাই লড়ে কাপটা আমাদের দিল। তার জন্য ওকে বড়সড় একটা ধন্যবাদ দিতেই হবে।’
Discussion about this post