সিলেট বিভাগের বিপক্ষে বড় জয়ের দ্বারপ্রান্তে ছিল খুলনা। বুধবার চতুর্থ দিনে সেই হিসেব মতোই ঘঠনা ঘটল। আব্দুর রাজ্জাকের স্পিন যাদুতে উড়ে গেল সিলেট। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খুলনা জিতল ইনিংস ও ১৭৮ রানে।
বিকেএসপির দুই নম্বর মাঠে বুধবার ৭ উইকেটে ১৩৭ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। কিন্তু সাজ সকালেই সব শেষ।
১৭৪ রানে অলআউট দ্বিতীয় ইনিংসে। ৭১ রান দিয়ে ৭ উইকেট নেন রাজ্জাক।
এর আগে ১ম ইনিংসে সিলেট করে ১৮৪ রান।
তবে ম্যাচ সেরা হয়েছেন তুষার ইমরান। তার ব্যাট থেকে আসে অপরাজিত ১৭৭। আর খুলনা ৮ উইকেটে ৫৩৬ রানে ২য় ইনিংস ঘোষণা করে।
এদিকে জাতীয় লিগের আরেক ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে ২৮৫ রানের অনায়াস জয় পেয়েছে ঢাকা মেট্রো।
বুধবার চতুর্থ দিনে প্রথম সেশনেই জয় তুলে নেয় তারা।
লড়াই করেছিল চট্টগ্রাম বিভাগ। কিন্তু ম্যাচ বাঁচানো হল না। ২২৫ রানের সহজ জয় তুলে নিল রংপুর বিভাগ। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চট্রগ্রাম ৩ উইকেটে ৮৩ রান নিয়ে খেলা শুরু করে চট্টগ্রাম। লক্ষ্য ছিল ৩৩৭ রান।
কিন্তু তারা দ্বিতীয় ইনিংসে অলআউট ১৯৪ রানে। প্রথম ইনিংসে ১০৭ রান করেছিল দলটি।
এদিকে গত মঙ্গলবারই জয় তুলে নিয়েছিল ঢাকা বিভাগ।
শুভাগত হোম চৌধুরী করেন ক্যারিয়ার সেরা বোলিং। জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ৪১৩ রানে হারাল ঢাকা।
Discussion about this post