দেশের নারী ক্রিকেট এগিয়ে যাচ্ছে। মাঠে সাফল্য পাচ্ছেন। তার স্বীকৃতিটাও মিলছে। এই যেমন সোমবার নতুন এক সাফল্যে উড়ল বাংলাদেশ ক্রিকেট। ফারজানা হক পিংকী ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটার হলেন বাংলাদেশের নারী ক্রিকেটার নাহিদা আক্তার। মাস সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করল আইসিসি। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন বাঁহাতি এই স্পিনার।
নাহিদা অক্টোবর মাসেও সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। মাস সেরা খেলোয়াড় হয়ে নাহিদা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘স্বপ্নের মতো লাগছে। বিশেষ বিশেষ ক্রিকেট বিশেষজ্ঞরা আমাকে আইসিসির মাস সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচন করেছেন। এটা আমার জন্য আসলে বিরাট অনুপ্রেরণার বিষয়। গেল কয়েক মাসে আমরা দারুণ ক্রিকেট খেলেছি। দলের সাফল্যে খেলোয়াড় হিসেবে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। আমরা ওপর সর্বদা আস্থা রাখায় আমি আমার অধিনায়ক, কোচ ও সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তারা আস্থা রাখার কারণেই ভালো ভালো প্রতিপক্ষের বিপক্ষে আমি আমার স্বাভাবিক ও স্বভাবজাত খেলাটা খেলতে পেরেছি।’
মেয়েদের ক্রিকেটে এ স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার নারী ও পুরুষ ক্রিকেটে নভেম্বরের মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে।
পুরুষ ক্রিকেটে মাস সেরার পুরস্কার জিতলেন ট্রাভিস হেড। তিনি পেছনে ফেলেন স্বদেশি গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের মোহাম্মদ শামিকে।
অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদা। বাংলাদেশের রেকর্ড ৮ রানে ৫ উইকেটসহ তিন ম্যাচে ৮ শিকার করেন। এরপর নভেম্বরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩০ রানে ৩ উইকেটের পর শেষটিতে ২৬ রান খরচায় নেন ৩ উইকেট। পরের ম্যাচে ৭ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
Discussion about this post