ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময় এখন চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার মাঠে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়েছেন তিনি। অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনি টেস্টেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার শকে ভর করে সিডনি টেস্টে দারুণ দাপট অজিদের। বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন শেষে সফরকারীরা ৪ উইকেটে তুলেছে ৩০৩ রান। পূজারা ১৩০* ও হুনমান বিহারি ৩৯ রানে অপরাজিত রয়েছেন।
সিরিজে ২-১ তে এগিয়ে থেকে মাঠে নামা ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি। ১৯৪৭ সাল থেকে দেশটিতে সফরে গেলেও টেস্ট সিরিজ জেতা হয়নি। এবার ইতিহাস গড়ার পথে আছে বিরাট কোহলির দল। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে গতকাল টস জিতে ব্যাটে নামা ভারতের শুরুটা ভাল ছিল না ভারতের। ম্যাচের দ্বিতীয় ওভারেই জস হ্যাজেলউডের বলে সাজঘরে ফিরেন লোকেশ রাহুলকে।
তবে এক প্রান্ত আগলে রেখে মায়াঙ্ক আগারওয়াল দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারাকে নিয়ে গড়েন প্রতিরোধ। দেখতে দেখতে তাদের জুটি থেকে আসে ১১৬ রান। মায়াঙ্ক সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেন ৭৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৩/৪ (মায়াঙ্ক ৭৭, রাহুল ৯, পুজারা ১৩০*, কোহলি ২৩, রাহানে ৯, বিহারি ৩৯*; স্টার্ক ১/৭৫, হেইজেলউড ২/৫১, কামিন্স ০/৬২, লায়ন ১/৮৮, লাবুশেন ০/২৫)।
Discussion about this post