ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যথায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান। শেষ বিকেলে দুশ্চিন্তা। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে আবার ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। সেই ইনজুরিটাই যেন ফিরে এসেছে এই অলরাউন্ডারের। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে বিপাকে পড়েন তিনি। স্বস্তি পাচ্ছেন না এই অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ১৭তম ওভারের পর মাঠ ছাড়েন সাকিব। তারপর দিনে আরও ১২ ওভার খেলা চললেও মাঠে ফেরেননি এই স্পিনার। কি অবস্থা সাকিবের? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানাচ্ছিলেন, ‘সাকিব ভালো অনুভব করছে না। অবম্য এখনই দুশ্চিন্তার কিছু নেই। এখন ফিজিওর তত্ত্বাবধায়নে রয়েছে সাকিব।’
এর আগে ২৫ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে চোট পান সাকিব। এদিন ব্যটে করার সময়ও অস্বস্তি ছিল তার। দলের ফিজিও জুলিয়ান ক্যালফেতো মাঠে প্রবেশ করে পর্যবেক্ষণ করেন।
এদিকে ডানপায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার সাদমান ইসলাম। দিনের খেলা শেষ হওয়ার ১২ ওভার আগে মাঠে ছাড়েন এই ওপেনার। ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। ব্যথার তীব্রতা বেশি থাকায় ফিজিও জুলিয়ান কেলাফতে মাঠে প্রবেশ করেন। সাদমানকে নিয়ে মাঠের বাইরে যান ফিজিও। তার পরিবর্তে ফিল্ডিং করেন সাইফ হাসান।
Discussion about this post