মধ্যপ্রাচ্যের মরু শহর শারজাতে এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অনেক আলোচিত টি-টেন লিগ। ১৪-১৭ ডিসেম্বর চারদিন ব্যাপী এই টুর্নামেন্টে ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হবে ৬ দল। যেখানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, বীরেন্দ্র শেবাগ, কুমার সাঙ্গাকারা ও ইয়ন মরগানের মতো তারকারা খেলবেন। কিন্তু এই আয়োজনে যুক্ত হতে গিয়ে বিপাকে পড়লেন ইনজামাম উল হক। একটি দলের ফ্র্যাঞ্জাইজি হতে যাচ্ছেন তিনি। কিন্তু তাকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায় পিসিবিতে দায়িত্ব পালন অবস্থায় কোনো ফ্র্যাঞ্জাইজির মালিক হতে পারবেন না ইনজি। কৌশলী সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
যদিও পাকিস্তান দলের এই নির্বাচক ও সাবেক অধিনায়ক ইনজামাম খবরটি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘পিসিবি আমাকে বলেছে আমি এমন কিছু করতে পারবো না যা বোর্ডের পলিসির বিরুদ্ধে যায়। তাছাড়া দলের মালিকানা নিয়ে কোনো আগ্রহ নেই আমার। বোর্ডের পলিসির বিপরীতে যায় এমন কোনো কাজ করতে চাই না আমি।’
সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টে তাইতো ইনজামামের ভাই ইনতিজার-উল-হক একটি ফ্র্যাঞ্জাইজি হিসেবে থাকবেন। সন্দেহ নেই এটি আসলে ইনজিরই দল। টি-টেন টুর্নামেন্টকে স্বীকৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির মহা তারকা শহীদ আফ্রিদি ছাড়াও এখানে খেলবেন সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, বাবর আজম, আহমেদ শেহজাদ ও ফখর জামানরা।
Discussion about this post