আগের দুই ম্যাচের মতোই সহজ জয় পেল ভারত। রোববার হারারেতে সফরকারীরা ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়েকে। সে সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর হ্যামিলটন মাসাকাদজা ও অধিনায়ক ব্রেন্ডন টেলর হাল ধরার চেষ্টা করেন। ৬৫ রানের জুটিও গড়েন তারা। কিন্তু এরপরই জুটি ভাঙেন জয়দেব উনাদকাট। ২৩ রানে টেলরকে ফেরান তিনি। মাসাকাদজা এরপর সঙ্গী পান শন উইলিয়ামসকে। তবে এ জুটিও বেশিদূর যেতে পারেননি। ৩৮ রান করে অমিত মিশ্রর বলে ফিরে যেতে হয় ভালো খেলতে থাকা মাসাকাদজাকে। শেষ পর্যন্ত ১৮৩ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ৫৩ বলে ৪৫ রান করেন উইলিয়ামস। ভারতের হয়ে অমিত মিশ্র নেন ৪ উইকেট। ১৮৪ রানের টার্গেট ভারতের কাছে তো কোনো ব্যাপারই নয়। দলীয় ২৭ রানে ওপেনার রোহিত শর্মাকে হারালেও ভারতকে জয় পেতে কোনো বেগই পেতে হয়নি। শিখর ধাওয়ান, রিবাট কোহলি, রাইডু এবং সুরেশ রায়নার ব্যাটে মাত্র ৩ উইকেটে হারিয়ে ৩৫.৩ ওভারেই জয়ে পৌঁছে যায় ভারত। ৬৮ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক রিবরাট কোহলি।
সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে : ১৮৩/১০, ৪৬ ওভার (মাসাকাদজা ৩৮, টেলর ২৩, উইলিয়ামস ৪৫, চাতারা ২৩, ভিটরি ১৭; অমিত মিশ্র ৪/৪৭, শামি ২/২৫)। ভারত : ১৮৭/৩, ৩৫.৩ ওভার (রোহিত ১৪, ধাওয়ান ৩৫, কোহলি ৬৮*, রাইডু ৩৩, রায়না ২৮*; চাতারা ১/৩৪)
ফল : ভারত ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা : অমিত মিশ্র
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-০- তে এগিয়ে
Discussion about this post