ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে একঘরে হয়েই আছে পাকিস্তান। দেশটিতে খেলতে যাচ্ছে না বেশিরভাগ টেস্ট খেলুড়ে দেশ। এমন কী বাংলাদেশ দলও নিরাপত্তার কারণে দীর্ঘদিন সন্ত্রাস আক্রান্ত দেশটিতে যায়নি। এবার ইমার্জিং এশিয়া কাপে খেলতে পাকিস্তানের করাচী গেল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। দেশ ছাড়ার আগে দলের অধিনায়ক কাজী নুরুল হাসান ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানালেন, ট্রফি নিয়ে ফিরতে চান তারা।
এবারের ইমার্জিং এশিয়া কাপের আয়োজক দুই দেশ- পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশ খেলবে বি গ্রুপে- পাকিস্তান, হংকং এবং আরব আমিরাতের বিপক্ষে। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো হবে পাকিস্তানে। কারণ ভারত এরইমধ্যে জানিয়েছে তাদের দল পাকিস্তান সফরে যাবে না।
৬ ডিসেম্বরন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। হংকয়ের বিপক্ষে ৭ ও পাকিস্তানের সঙ্গে ৯ ডিসেম্বর গ্রুপের শেষ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শক্তিশালী দল নিয়েই খেলতে গেছে বাংলাদেশ। যেখানে অনুর্ধ্ব-২৩ এর বাইরে আছেন চার ক্রিকেটার। ১৫ সদস্যের দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। কোচ চম্পকা রামানায়েকে। সহকারী কোচ হিসেবে সাবেক পেসার সাইফুল ইসলাম। ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দল-
কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাঈফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজী অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।
Discussion about this post