ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রতিশোধ নিতে পারল না পাকিস্তান। উল্টো ভারতের কাছে ফের বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। তিনদিনের ব্যবধানে চির প্রতিদ্বন্ধীর কাছে আবারো বড় ব্যবধানে হারল সফররাজ আহমেদের দল। রোহিত শর্মা-শিখর ধাওয়ানের শতরানে এশিয়া কাপের সুপার ফোরে তাদের হারিয়ে ফাইনালে উঠে গেছে ভারত।
টানা দুই জয় পেয়েছে রোহিতের দল। শেষ ম্যাচে আফগানদের কাছে হারলেও কোন ক্ষতি নেই তাদের।
রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে এমন সহজ জয় এনে দিয়েছেন দু্ই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাদের অসাধারন সেঞ্চুরিতেই ৯ উইকেটে জিতে মাঠ ছাড়ে ভারতীয় দল।
ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ৭ উইকেট তুলে ২৩৭ রান। জবাব দিতে নেমে ৩৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
১১৪ রান করেন ধাওয়ান। রোহিত দলকে জিতিয়ে ১১১ রানে অপরাজিত। ধাওয়ান করেন তার ১৫তম ওয়ানডে শতরান। রোহিত তুলৈ নেন তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯ নম্বর শতরান।
তারও আগোে পাকিস্তানের হয়ে অনেকটা একাই লড়েন শোয়েব মালিক। ৭৮ রান করেন তিনি। ৯০ বলের ইনিংসে ছিল ২ ছক্কা আর ৪ বাউন্ডারি। অধিনায়ক সরফরাজ আহমেদ ৬৬ বলে করেন ৪৪ রান। ৩১ রান করে ওপেনার ফকর জামানও এই স্পিনারের বলে আউট হয়ে ফিরেন। আসিফ আলি ৩০।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ৫০ ওভারে ২৩৭/৭ (ইমাম ১০, ফখর ৩১, বাবর ৯, সরফরাজ ৪৪, মালিক ৭৮, আসিফ ৩০, শাদাব ১০, নওয়াজ ১৫*, হাসান ২*; বুমরাহ ২/২৯, চাহাল ৪৬/২, কুলদীপ ২/৪১)
ভারত: ৩৯.৩ ওভারে ২৩৮/১ (রোহিত ১১১*, ধাওয়ান ১১৪, রাইডু ১২*; আমির ০/৪১, আফ্রিদি ০/৪২, হাসান ০/৫২, নওয়াজ ০/৩৫, শাদাব ০/৫৪, মালিক ০/১৪)
ফল: ভারত ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শিখর ধাওয়ান
Discussion about this post