এশিয়া কাপে ভারতের কাছে ব্যর্থতা সত্ত্বেও ফাইনালে ওঠার সুযোগ এখনো হাতছাড়া হয়নি বাংলাদেশের। বুধবার সুপার ফোরের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় টাইগাররা ৪১ রানে হেরে যায়। ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে নামতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১২৭ রানে। সাইফ হাসান একাই লড়াই করেছেন ৬৯ রানে, কিন্তু দলের বাকি ব্যাটাররা দাঁড়াতে পারেননি।
ভারতের এই জয় নিশ্চিত করেছে তাদের ফাইনাল, সেই সঙ্গে বিদায় হয়ে গেছে শ্রীলঙ্কার। সমীকরণে আর কোনো জটিলতা নেই-এখন বাকি শুধু একটি বিষয়- আজ দুবাইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে, সেই দল ভারতের সঙ্গী হয়ে ফাইনালে যাবে।
সুপার ফোরে এখন পর্যন্ত দুই ম্যাচ শেষে পাকিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান ২ হলেও রানরেটে এগিয়ে আছে পাকিস্তান (০.২২৬), পিছিয়ে বাংলাদেশ (-০.৯৬৯)। তবে এই ব্যবধান কোনো প্রভাব ফেলবে না যদি বাংলাদেশ আজকের ম্যাচে জয় তুলে নিতে পারে।
টি-টোয়েন্টির সাম্প্রতিক পরিসংখ্যানও খুব একটা একপেশে নয়। শেষ পাঁচ লড়াইয়ে পাকিস্তান জিতেছে তিনটিতে, বাংলাদেশ দুটি। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও জয় পেয়েছিল লিটন দাসের দল। ফলে আজকের অঘোষিত সেমিফাইনালে সমান তালে লড়াইয়ের আভাস মিলছে।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ তাই হয়ে উঠেছে ভাগ্য নির্ধারণী। আজকের লড়াই শেষে নির্ধারিত হবে কারা নাম লেখাবে এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ হিসেবে।
Discussion about this post