প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে ৭৭ রানে হারের স্মৃতি ভুলে এখন ঘুরে দাড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। নেলসনে শেষ দুই ওয়ানডে ম্যাচ হবে যে মাঠে, সেখানে রয়েছে সুখস্মৃতি! ২০১৫ বিশ্বকাপে এখানেই টাইগাররা মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। যেখানে স্কটিশদের দেয়া ৩১৮ রান তাড়া করে জিতে বাংলাদেশ। যা এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
বৃহস্পতিবার ভোর চারটায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে। যেখানে জয় চাই মাশরাফি বিন মর্তুজাদের। হেরে গেলে সিরিজটাও হাতছাড়া হয়ে যাবে।
ক্রাইস্টচার্চ থেকে বিমানে নেলসনে পৌছায় টাইগার ক্রিকেটাররা। দুপুরে পৌঁছে প্রথম দিন আড্ডায় কাটিয়েছেন তারা। এই নেলসনে গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তামিম।
সেই ম্যাচের প্রসঙ্গ উঠতেই জাতীয় দলের তারকা বলেন, ‘যে কোনো ভেন্যুতে কারও ভালো ইনিংস খেলার রেকর্ড থাকলে তা অবশ্যই ভালো একটা ব্যাপার। যদিও এর অর্থ কিন্তু এই নয়, যে মাঠে নেমে আমি আবারো ৯৫ রান করে ফেলবো। সত্যি বলতে কী আমি শূন্য রানেও আউট হতে পারি। আগে যেটাই করি, আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে।’
মঙ্গলবার মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল ছাড়াও মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, সাকিব, কোচ চন্ডিকা হাথুরুসিংহরা আড্ডায় সময় পার করলেন। তকে বুধবারই সবাই অনুশীলনে নেমে পড়বেন। এরপরের দিনই যে কঠিন লড়াই।
Discussion about this post