ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামলেন না রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবার নেতৃত্ব দেওয়া হল মহেন্দ্র সিং ধোনিকে। সময়ের হিসাব বলছে ৬৯৬ দিন পর ফের ভারতের অধিনায়ক হলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। আর এই ম্যাচে মাঠে নেমেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ধোনি।
দেশের হয়ে এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে ৫০৫টি ম্যাচ খেলেছেন ধোনি। টপকে গেলেন আরেক সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। যিনি খেলেছেন ৫০৪টি ম্যাচ। ভারতের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২৪ বছরে ৬৬৪টি ম্যাচ খেলেন তিনি।
একইসঙ্গে নেতৃত্ব পাওয়ার এই ম্যাচে একটি মাইলফলক স্পর্শ করেন ধোনি। এটি অধিনায়ক ধোনির ২০০তম ওয়ানডে। ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে দুইশ ওয়ানডেতে অধিনায়কত্ব করেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (২৩০) ও নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং (২১৮) এই ক্লাবে পা রেখেছেন।
ধোনির এই ম্যাচে সেঞ্চুরি পেলেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজা্দ। ৩৭ বলে ফিফটি করেন। ৮৮ বলে তুলেন শতরান। তিনি যখন শতরান করেন তখন আফগানদের দলীয় রান ছিল ১৩১। দলের সবচেয়ে কম রানের সময় সেঞ্চুরির বিশ্ব রেকর্ড স্পর্শ করেন শাহজাদ। এ রেকর্ড আগে একাই ভোগ করছিলেন শহিদ আফ্রিদি। ২০০৫ সালের ১৫ এপ্রিল কানপুরে ভারতের বিপক্ষে ৪৫ বলে তিনি যখন সেঞ্চুরি করেন তখন পাকিস্তানের রান ছিল ১৩১।
১১৬ বলে ১২৪ রান করে আউট হন শাহজা্দ। ৫৬ বলে ৬৪ রান করেন মোহাম্মদ নবী। আর ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানরা তুলেছে ২৫২ রান।
ভারতের সবচেয়ে বেশি ম্যাচ খেলা পাঁচ ক্রিকেটার
খেলোয়াড় ম্যাচ রান
শচীন টেন্ডুলকার (১৯৮৯-২০১৩) ৬৬৪ ৩৪৩৫৭
মহেন্দ্র সিং ধোনি (২০০৪- খেলছেন) ৫০৫ ১৬২৬৮
রাহুল দ্রাবিড় (১৯৯৬-২০১২) ৫০৪ ২৪০৬৪
মোহাম্মদ আজহারউদ্দিন (১৯৮৪-২০০০)৪৩৩ ১৫৫৯৩
সৌরভ গাঙ্গুলী (১৯৯২-২০০৮) ৪২১ ১৮৪৩৩
Discussion about this post