এবার পুরো নিশ্চিত হয়ে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলছেন না মুশফিকুর রহীম। ইনজুরি তাকে মাঠে নামতে দিচ্ছে না। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে শুক্রবার ভোর চারটায় শুরু হতে যাওয়া টেস্টে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।
একইভাবে খেলতে পারছেন না ওপেনার ইমরুল কায়েসও।মুশির ইনজুরিতে অভিষেক সুযোগ পেয়ে যাচ্ছেন নুরুল হাসান সোহান। টেস্ট অভিষেক হবে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। আর ইমরুলের জায়গায় দলে সৌম্য সরকার। ২০১৫ সালের জুনের পর আবারো টেস্ট একাদশে ফিরলেন তিনি।
তবে প্রচারের আলোতে সবচেয়ে বেশি আছেন তামিম ইকবাল। শুক্রবার যে ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে তার।প্রথমবার সাদা পোশাকে টস করতে নামবেন এই ওপেনার।অধিনায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন তিনি।
এমন দ্বায়িত্ব পেয়ে বেশ খুশি তামিম। বলছিলেন, ‘আমি অধিনায়কত্ব করতে পারছি বলে রোমাঞ্চিত। সত্যি বলতে কি এটি আমার মধ্যে বাড়তি কোনো চাপ তৈরি করছে না। অধিনায়ক হিসেবে আমি কেমন, তা প্রমাণের এইতো বড় সুযোগ।’
ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মুমিনুল হক। পাজরের চোটে বাইরে চলে গেছেন এই ব্যাটসম্যান। তাইতো ডাক পেলেন নাজমুল হোসাইন শান্ত ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post