ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরির শঙ্কা কাটিয়ে শেষ অব্দি আফগানিস্তানের বিপক্ষে মাঠে ছিলেন তিনি। শুধু থাকা নয়, রীতিমতো জয়ের নায়ক বনে গেলেন ডেভিড ওয়ার্নার। তুলে নেন দেখার মতো এক হাফসেঞ্চুরি। কথা বলল অ্যারন ফিঞ্চের (৬৬) ব্যাট। তারই পথ ধরে অনায়াসেই আফগানদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
শনিবার ব্রিস্টলে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। ৯১ বল বাকি থাকতেই দল পেল জয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে নাজিবউল্লাহ জাদরান ও রশিদ খানের দৃঢ়তায় আফগানরা করে ৩৮.২ ওভারে ২০৭ রান। জবাব দিতে নেমে ৩৪.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৮৯ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। যিনি এই ম্যাচ দিয়েই এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন অস্ট্রেলিয়া দলে। তার সঙ্গে একাদশে ছিলেন বল টেম্পারিং কেলেঙ্কারি পেছনে ফেলে আসা স্টিভেন স্মিথও।
শনিবার টস জিতে সবাইকে অবাক করে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব প্রথমে ব্যাটিং নেন। মোহাম্মদ শাহজাদ ও হজরতউল্লাহ জাজাই ফেরেন শূন্য রানে। তারাপর শাহজাদকে বোল্ড করেন পেসার মিচেল স্টার্ক। রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদি তৃতীয় উইকেটে জুটিতে ৫১ রান করেন। শাহিদিকে ফেরান অ্যাডাম জ্যাম্পা।
৭৭ রানে ৫ উইকেট হারানোর দলের হাল ধরেন নাজিবউল্লাহ ও অধিনায়ক গুলবাদিন নাইব। তারা গড়েন ৮৩ রানের জুটি। নাইব ফেরেন ৪৯ বলে সাত চার ও দুই ছক্কায় ৫১ রানে। রশিদ খান ১১ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রান তুলেন।
ম্যাচসেরা ডেভিড ওয়ার্নার। বুঝিয়ে দিলেন এখনও তিনি অজি দলে অপরিহার্য!
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৩৮.২ ওভারে ২০৭/১০ (শাহজাদ ০, জাজাই ০, রহমত ৪৩, শাহিদি ১৮, নবি ৭, নাইব ৩১, নাজিবউল্লাহ ৫১, রশিদ ২৭, দৌলত ৪, মুজিব ১৩, হামিদ ১*; স্টার্ক ১/৩১, কামিন্স ৩/৪০, স্টয়নিস ২/৩৭, জ্যাম্পা ৩/৬০)
অস্ট্রেলিয়া: ৩৪.৫ ওভারে ২০৯/৩ (ফিঞ্চ ৬৬, ওয়ার্নার ৮৯*, খাওয়াজা ১৫, স্মিথ ১৮, ম্যাক্সওয়েল ৪*; মুজিব ১/৪৫, নাইব ১/৩২, রশিদ ১/৫২)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ডেভিড ওয়ার্নার
Discussion about this post