তখনো উইকেটে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাইতো জ্বলে ছিল আশার প্রদীপ! মনে হচ্ছিল দ্য ফিনিশারের হাত ধরে ভারত পেতে যাচ্ছে দারুণ এক জয়। কিন্তু কিসের কী! শেষ ওভারের নাটকীয়তায় দক্ষিণ আফ্রিকা পেল ৫ রানের জয়।
অথচ রোহিত শর্মার শতরান জয়ের ভিত করে দিয়েছিল। কিন্তু হল না! কাগিসো রাবাদার ম্যাজিক বোলিংয়ে জিতল প্রোটিয়ারা। শেষ ওভারে ১১ রান তুলতে পারল না ভারত। রাবাদা দিলেন মাত্র ৬ রান। নিলেন দুই উইকেট।
কানপুরের গ্রিন পার্কে রোববার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেটে তারা তুলে ৩০৩ রান। জবাব দিতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৯৮ রান।
১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রোহিত শর্মা। যদিও এবিডি ভিলিয়ার্সের শতরানটি আরো বেশি কার্যকর ছিল। অপরাজিত ১০৪ রান করেন তিনি।
বুধবার ইন্দোরে অনুষ্ঠিত হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি।
Discussion about this post