আয়েশী ক্রিকেট খেলতে গিয়েই কীনা শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহীমরা মাত্র ১০৮ রানে অলআউট। তাতেই সমীকরন পাল্টে যায়। ১৩.২ ওভারে হংকং জিতে যাওয়া মানেই বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে আউট। এ সুযোগে সুপার টেনে উঠে যেতো নেপাল। কেননা, দিনের আরেক ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নেপাল জিতে ৯ রানে। তাদের সংগ্রহেও দুই জয়। তাইতো রানরেটের হিসেব-নিকেশ!
কিন্তু শঙ্কা কেটে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশই পেল সুপার টেনের টিকিট। হংকং বৃহস্পতিবার চট্রগ্রামে ২ উইকেটে জিতলেও কোন লাভ হয়নি!
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এনামুল হক করেন ২৬। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৩৪। ২৩ রান করেন অধিনায়ক মুশফিকুর রহীম। ৪ উইকেট নেন হংকংয়ের নাদিম আহমেদ।
পরে অনেক নাটকীয়তা শেষে ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জিতে হংকং। সাকিব আল হাসান এ ম্যাচেও দারুণ বল করলেন। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নিলেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১০৮/১০ (তামিম ০, এনামুল ২৬, সাব্বির ২, সাকিব ৩৪, মুশফিক ২৩, নাসির ১৪*, ফরহাদ ০, রাজ্জাক ০, রুবেল ০, আল-আমিন ১; নাদিম ৪/২১)
হংকং: ১৯.৪ ওভারে ১১৪/৮ (ইরফান ৩৪, মুনির ৩৬; সাকিব ৩/৯, মাহমুদুল্লাহ ২/১৩, সাব্বির ১/৩, আল-আমিন ১/২৬, রাজ্জাক ১/৩১)
ফল: হংকং ২ উইকেটে জয়ী
Discussion about this post