অনেক আলোচনা শেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শেরেবাংলায় মঙ্গলবার টস জিতেছে অজিরা। টস জিতলেন ম্যাথু ওয়েড। অস্ট্রেলিয়া অধিনায়ক নিয়েছেন ফিল্ডিং। হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
সিরিজে দলের সিনিয়র দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে ছাড়া লড়ছে দল। যেখানে শুরুতে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরুটা ভাল হয়নি। তার আগে আক্রমণে ফেরা মিচেল স্টার্ককে ছক্কায় স্বাগত জানান মোহাম্মদ নাঈম শেখ।
বল লেগ স্টাম্পে পেয়ে করেন হাফ ভলি। চমৎকার ফ্লিকে বল গ্যালারিতে পাঠান এই বাঁহাতি ওপেনার। এবার করোনা কালের নিয়ম অনুযায়ী সেই বল ফিরিয়ে আনা হয়নি। চতুর্থ আম্পায়ার মাঠ ঢুকেন নতুন বল নিয়ে। সিরিজে যতবার বল গ্যালারিতে যাবে ততবার ‘নতুন’ বল দিয়ে শুরু হবে খেলা। ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন শর্তও মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্টার্কের করা ম্যাচের প্রথম ওভারেই একই শটে ছক্কা মেরে সেই দৃশ্য দেখালেন নাঈম। এমন ঘটনা আগে দেখা যায়নি।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচেল মার্শ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জ্যাম্পা।
Discussion about this post