আরো একবার ভরাডুবি হল ভারতীয় ক্রিকেট দলের। এবার ইংলিশ বোলারদের সামনে আরো অসহায় মহেন্দ্র সিং ধোনিরা। অলআউট মাত্র ৯৪ রানে। খেললেন মাত্র ২৯.২ ওভার! তাতে ইনিংস পরাজয়। শেষ পর্যন্ত কেনিংস্টন টেস্ট জিতে নেয় ইনিংস ও ২৪৪ রানে। তাতে ৫ টেস্টের সিরিজও স্বাগতিকরা জিতে নিল ৩-১-এ।
রোববার ছুটির দিনে উইকেটে আসা আর যাওয়ার দায় যেন সারলেন ভারতীয় ব্যাটসম্যানরা। ঠিক যেন প্রথম ইনিংসের মতো। দলটির আট ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হলেন। সর্বোচ্চ ২৫ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট বিনি। বিরাট কোহলি করেন ২০ রান।
১৮ রানে ৪ উইকেট নেন ক্রিস জর্ডান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ১৪৮/১০ (ধোনি ৮২; ওকস ৩/৩০, জর্ডান ৩/৩২) ও ২য় ইনিংসে ৯৪/১০ (বিজয় ২, গম্ভীর ৩, পুজারা ১১, কোহলি ২০, রাহানে ৪, ধোনি ০, বিনি ২৫*, অশ্বিন ৭, ভুবনেশ্বর ৪, অ্যারন ১, ইশান্ত ২; জর্ডান ৪/১৮, অ্যান্ডারসন ২/১৬)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ৪৮৬/১০ (কুক ৭৯, রবসন ৩৭, ব্যালান্স ৬৪, রুট ১৪৯*, বাটলার ৪৫, ব্রড ৩৭; ইশান্ত ৪/৯৬, অশ্বিন ৩/৭২)
ফল: ইংল্যান্ড ইনিংস ও ২৪৪ রানে জয়ী
ম্যাচসেরা: জো রুট।
সিরিজ: ইংল্যান্ড ৩-১ এ জয়ী
সিরিজসেরা: জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও ভুবনেশ্বর কুমার (ভারত)।
######################
ড্রাইভিং সিটে ইংল্যান্ড
ভারতকে কেনিংস্টন টেস্টেও কোনাঠাসা করে ফেলেছে ইংল্যান্ড। সফরকারীদের মাত্র ১৪৮ রানে অলআউট করে এখন বড় লিডের পথে অ্যালিয়েস্টার কুকের দল। টেস্টের ২য় দিনে ১ম ইনিংসে এ রিপোর্ট লেখার সময় ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৯৫ রান। লিড ১৪৭ রান।
১৫ আগষ্ট ভারতের গর্বের এক দিন। ১৯৪৭ সালের এই তারিখেই স্বাধীনতার স্বাদ পেয়েছিল বিশ্বের সবচেয়ে বড় এই গণতন্ত্রাতিক রাস্ট্র। এমন আনন্দের দিনই বিষাদ ছুঁয়ে গেল ভারতীয় ক্রিকেট ভক্তদের। কেনিংস্টন ওভাল টেস্টে ব্যাট হাতে যারপরনাই ব্যর্থ দলের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডের বিপক্ষে ১ম ইনিংসে ভারত ১ম ইনিংসে অলআউট ১৪৮ রানে। ধোনি ৮২। জবাব দিতে নেমে ১ম দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান।
লড়লেন একা মহেন্দ্র সিং ধোনি। সমালোচনার মুখে দাড়িয়ে জবাবটা ভালই দিলেন ভারত অধিনায়ক। আর তাকে দারুণ সঙ্গ দিলেন ইশান্ত শর্মা।
শুক্রবার টেস্টের প্রথম দিন সকালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড।
এরপরের গল্প শুধুই ভারতীয় ব্যাটসম্যানদের উইকেটে আসা আর যাওয়া! দলীয় ৩ রানের সময় সাজঘরের পথ ধরেন গৌতম গম্ভীর। এরপর তাকে অনুসরণ করে গেছেন চেতশ্বর পুজারা, মুরালি বিজয়, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিনি, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার এবং বরুন অরুন।
ইংলিশ ফিল্ডাররা ক্যাচ না ফেললে একশ’র আগেই অলআউটের লজ্জায় পড়তে যাচ্ছিল।
সেই লর্ডস টেস্ট জয়ের পর থেকেই ছন্দ হারিয়েছে ভারত। টানা দুই টেস্ট হেরেছে। আর অধিনায়ক ধোনি অনাকাংখিত এক রেকর্ডের সামনে দাড়িয়ে। আর তিনটি টেস্ট হারলেই বিদেশের মাটিতে ধোনি ধরে ফেলবেন দুই সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারাকে। দু’জনই বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৬টি করে টেস্টে হেরেছেন।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ১ম ইনিংসে ১৪৮/১০ (বিজয় ১৮, গম্ভীর ০, পুজারা ৪, কোহলি ৬, রাহানে ০, ধোনি ৮২, বিনি ৫, অশ্বিন ১৩, ভুবনেশ্বর ৫, অ্যারন ১, ইশান্ত ৭*; ওকস ৩/৩০, জর্ডান ৩/৩২, ব্রড ২/২৭)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ২৯৫/৫
Discussion about this post