ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের নায়ক হতে পারেন নি তিনি। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দেখেছে ভারত। তবে ব্যক্তিগত নৈপুন্যে ঠিকই বাজিমাত বিরাট কোহলির। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক কীর্তি গড়লেন অধিনায়ক। ৮৯ রান করার পথে দ্রুততম ২২ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।
তার এমন সাফল্যের ম্যাচে সিডনিতে ৫১ রানে জিতেছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে গেল স্বাগতিকরা।
সিডনিতে রোববার প্রথম পাঁচ ব্যাটসম্যানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৪ উইকেটে ৩৮৯ রান তুলে অজিরা। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে তারা গড়ল সর্বোচ্চ রানের রেকর্ড।
তবে লড়লেন কোহলি। এই ম্যাচে পা রাখলেন অনন্য মাইলফলকে। টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে ৪১৮ ম্যাচ খেলে দ্রুততম ২২ হাজারি ক্লাবে নাম লেখালেন কোহলি। তার মোট রান ২২ হাজার ১১। শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এমন অর্জন যোগ হলো ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের।
ক্রিকেটে ২২ হাজার রান করা অষ্টম ব্যাটসম্যান কোহলি। এর আগে এই কীর্তি গড়েছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও ব্রায়ান লারা।
একই দিন তৃতীয় ভারতীয় হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই হাজারের বেশি রানের মালিক হলেন কোহলি।
এ অবস্থায় ৮৬ টেস্টে ৫৭.৬৮ গড়ে ৭২৪০ রান কোহলির। ২৭ সেঞ্চুরি ও ২২ ফিফটি। ৮২ টি-টুয়েন্টিতে ২৭৯৪। ২৪টি হাফসেঞ্চুরি। ওয়ানডেতে ১১ হাজার ৯৭৭ রান।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩৮৯/৪ (ওয়ার্নার ৮৩, ফিঞ্চ ৬০, স্মিথ ১০৪, লাবুশেন ৭০, ম্যাক্সওয়েল ৬৩*; হেনরিকস ২*; শামি ৯-০-৭৩-১, বুমরাহ ১০-১-৭৯-১, সাইনি ৭-০-৭০-০, চেহেল ৯-০-৭১-০, জাদেজা ১০-০-৬০-০, আগারওয়াল ১-০-১০-০, পান্ডিয়া ৪-০-২৪-১)
ভারত: ৫০ ওভারে ৩৩৮/৯ (আগারওয়াল ২৮, ধাওয়ান ৩০, কোহলি ৮৯, আইয়ার ৩৮, রাহুল ৭৬, পান্ডিয়া ২৮, জাদেজা ২৪, সাইনি ১০*, শামি ১, বুমরাহ ০, চেহেল ৪*; স্টার্ক ৯-০-৮২-০, হেইজেলউড ৯-০-৫৯-২, কামিন্স ১০-০-৬৭-৩, জ্যাম্পা ১০-০-৬২-২, হেনরিকস ৭-০-৩৪-১, ম্যাক্সওয়েল ৫-০-৩৪-১)
ফল: অস্ট্রেলিয়া ৫১ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: স্টিভেন স্মিথ
Discussion about this post