নিকট অতীতে এতোটা অসহায় বাংলাদেশ ক্রিকেট দলের দেখা মিলেনি। শুধু মাঠের ক্রিকেট নয়, বডি ল্যাঙ্গুয়েজেও যেন প্রাণ নেই। তারই পথ ধরে ব্লুমফন্টেইন টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে রোববার ইনিংস ও ২৫৪ রানে হারল মুশফিকুর রহীমের দল। একইসঙ্গে ২-০তে সিরিজ জিতল তারা।
হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ নিয়ে এবার ওয়ানডে মিশনে নামবে বাংলাদেশ।
তার আগে চলুন দেখে নেই ব্লুমফন্টেইন টেস্ট শেষে স্কোর।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২০ ওভারে ৫৭৩/৪ ডিক্লেয়ার্ড (এলগার ১১৩, মারক্রাম ১৪৩, আমলা ১৩২, বাভুমা ৭, দু প্লেসি ১৩৫*, ডি কক ২৮*; মুস্তাফিজ ০/১১৩, শুভাশিস ৩/১১৮, রুবেল ১/১১৩, সৌম্য ০/২১, তাইজুল ০/১৪৫, মাহমুদউল্লাহ ০/৩৫, মুমিনুল ০/৬, সাব্বির ০/১৬) ও
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২.৫ ওভারে ১৪৭/১০ (ইমরুল ২৬, সৌম্য ৯, মুমিনুল ৪, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ৪, লিটন ৭০, সাব্বির ০, তাইজুল ১২, রুবেল ১০, মুস্তাফিজ ০, শুভাশিস ২*; রাবাদা ৫/৩৩, অলিভিয়ের ৩/৪০, পার্নেল ১/৩৬, মহারাজ ১/৭, ফেলুকওয়ায়ো ০/২৮)
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭২ (ইমরুল ৩২, সৌম্য ৩, মুমিনুল ১১, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৪৩, লিটন ১৮, সাব্বির ৪, তাইজুল ২, রুবেল ৭, শুভাশিস ১২, মুস্তাফিজ ৭; রাবাদা ৫/৩০, অলিভিয়ের ১/৩৯, মহারাজ ০/৩০, পার্নেল ১/৩১, ফেলুকওয়ায়ো ৩/৩৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৫৪ রানে জয়ী
ম্যাচসেরা: কাগিসো রাবাদা
সিরিজ: ২ ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০তে জয়ী
সিরিজসেরা: ডিন এলগার
Discussion about this post