মুশফিকুর রহিম তার সন্তানসম্ভবা স্ত্রীর পাশে মুশফিকুর রহিম এশিয়া কাপের মাঝেই দেশে ফিরবেন, এমনটা জানা গিয়েছিল আগেই। কিন্তু রোববার আরেক চমক মিলল। ভোরের ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। যদিও দু’জনই ছুটি কাটিয়ে ফের কলম্বো যাবেন, খেলবেন ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচ।
প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে ভারতের সঙ্গে লড়বে বাংলাদেশ। তার আগে ১৩ সেপ্টেম্বরই দু’জনের কলম্বোতে চলে যাওয়ার কথা।
মুশফিক সন্তানসম্ভবা স্ত্রীর কাছে থাকে ফিরলেও সাকিবের ঢাকায় ফেরার কারণ পরিস্কার করে জানা যায়নি। তিন দিনের ছুটি পেয়ে ফিরলেন তিনি। কলম্বোতে দলের কোনো কাজ নেই। তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সময়টাতে কোনো অনুশীলন করবে না দল। হোটেলে জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা।
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের পারফরম্যান্সে খুব হতাশ কোচ হাথুরুসিংহে। ক্রিকেটারদের সঙ্গেও আলাদা করে বসবেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে এ পর্যন্ত নিজেদের খেলা দুই ম্যাচেই হেরেছে সাকিবের বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হার, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ২১ রানের পরাজয়!
সাকিব পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে করেন ৫৭ বলে ৫৩। বোলিংয়ে ৫.৩ ওভার বল করে উইকেটশূন্য। এই ম্যাচে মুশফিক করেন ৮৭ বলে ৬৪ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব ১০ ওভারে ৪৪ রান দিয়েও উইকেটশূন্য। ব্যাটিংয়ে ৭ বল খেলে ৩ রান। মুশফিক ৪৮ বলে করেন ২৯।
Discussion about this post