ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপট বাংলাদেশের। এবারও সফরকারীদের ভয়ঙ্কর হতে দেয়নি বোলাররা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২২ রানে। শুক্রবার ছুটির দিনে মিরপুরের শেরেবাংলায় জেসন মোহাম্মদদের ১৪৮ রানে আটকে রাখল টাইগাররা। ওয়ানডেতে এই প্রথম এক সিরিজে প্রতিপক্ষকে টানা দুই ম্যাচে দেড়শর নীচে থামাল বাংলাদেশ।
ধারাবাহিকতা ধরে রেখে মুস্তাফিজুর রহমান সফল দ্বিতীয় ম্যাচেও। সুইং, কাটার, লাইন-লেংথে বেশ সফল। ৮ ওভারে ১৫ রানে নেন ২ উইকেট। সাকিব আল হাসান আগের মতোই সফল। তবে রুবেল হোসেন উইকেটশূন্য। দারুণ অভিষেকের পর হাসান মাহমুদ দারুণ কয়েকটি ডেলিভারি ছাড়া তেমন কিছু দেখাতে পারেন নি। ২১ বছর বয়সী পেসার নেন ১ উইকেট।
তবে সফল মেহেদী হাসান মিরাজ। এই স্পিনার প্রথম ম্যাচে নেন ১ উইকেট। এবার পেলেন ৪ উইকেট। এটাই তার ক্যারিয়ারসেরা।
ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার ৪ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেরবার সিলেটে ৪ উইকেট নেন ২৯ রানে। এবার ৪ উইকেট ২৫ রানে।
ম্যাচে সফল রভম্যান পাওয়েল ও আকিল হোসেনের জুটি। পাওয়েল ৬৬ বলে ৪১ রান। জুটিতে আসে ৫০ রান। আকিলের ব্যাটে ১২।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৪৩.৪ ওভারে ১৪৮/১০ (আমব্রিস ৬, ওটলি ২৪, জশুয়া ৫, ম্যাককার্থি ৩, জেসন ১১, মেয়ার্স ০, বনার ২০, পাওয়েল ৪১, রিফার ২, জোসেফ ১৭, আকিল ১২*; মুস্তাফিজ ৮-৩-১৫-২, রুবেল ৭-০-২৩-০, হাসান ৯-০-৫৪-১, মিরাজ ৯.৪-০-২৫-৪, সাকিব ১০-০-৩০-২)।
Rovman Powell is stumped for 41, and that's the end of the West Indies innings.
Bangladesh need 149 to win the second ODI 🎯#BANvWI ➡️ https://t.co/dhGAawshHE pic.twitter.com/PeQJBnCnWt
— ICC (@ICC) January 22, 2021
Discussion about this post