দীর্ঘ ছয় বছর পর ইংল্যান্ড দল আসছে বাংলাদেশে। আগামী ১ মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ।
এ সফরে ইংল্যান্ড বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু`দল। মার্চের ১, ৩ ও ৬ তারিখ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হবে।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচের টিকিট আগামী কাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে।
টিকিট মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড- ১,৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউস- ৫০০ টাকা
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা
টিকিট কাউন্টার:
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর।
বুথ খোলা থাকে:
ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
Discussion about this post