ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
১০৪ রান পুঁজি নিয়েও যে লড়াই করা যায় সেটিই দেখাল বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলায় আরেকটু হলে তো জিতেই যাচ্ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিরিজ হার নিশ্চিত হওয়ার পর জয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। ৫ ম্যাচ সিরিজের চতুর্থটিতে ১০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল বাকি থাকতেই হাসিমুখ অজিদের।
শনিবার মিরপুরে টাইগারদের বিপক্ষে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। সিরিজে এখন ৩-১ এ এগিয়ে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ ৯ আগস্ট। তার আগেই অবশ্য হোয়াইট ওয়াশ এড়াল অজিরা।
অবশ্য ছোট টার্গেট সামনে রেখে খেলতে নেমে সাকিব আল হাসানের এক ওভারে ড্যান ক্রিস্টিয়ান ৫টি ছক্কা হাঁকান। মনে হচ্ছিল সহজে জিতবে সফরকারীরা। তারপর ৬৫ রানে ৫ উইকেট হারানো দলটিকে টার্নার-অ্যাগার এগিয়ে নেন। দুজন ৪৩ বলে ৩৪ রানের জুটি গড়ে জয়ের কাছে নিয়ে যান দলকে। আর শেষ ওভারের আগেই জয়ের বন্দরে নোঙর করে তারা।
তবে একজন কিন্তু হারেন নি। তিনি মুস্তাফিজুর রহমান। এই পেসার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। মেহেদী হাসান ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলেছেন। ৪ ওভারে ৫০ রান দিয়েছেন সাকিব। ৮৩ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে সাকিবের এটিই সবচেয়ে খরুচে বোলিং ফিগার। আগের সবচেয়ে খরুচে বোলিং ছিল ৪ ওভারে ৪৯ রান, ২০১৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে।
১০৪ রানের পুঁজিতে সাকিবের ৪ ওভারে ৫০ রানই শেষ করে দেয় বাংলাদেশের জয়ের সম্ভাবনা। এবার সিরিজের শেষ ম্যাচ। যেটি হবে সোমবার, মিরপুরের শেরেবাংলাতেই।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১০৪/৯ (নাঈম ২৮, সৌম্য ৮, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, সোহান ০, আফিফ ২১, শামীম ৩, মেহেদি ২৩, নাসুম ২*, শরিফুল ০; টার্নার ৪-০-২২-০, হেইজেলউড ৪-০-২৪-২, অ্যাগার ৪-০-২৩-০, টাই ৩-০-১৮-৩, সোয়েপসন , হেনরিকেস ১-০-৫-০)।
অস্ট্রেলিয়া: ১৯ ওভারে ১০৫/৭ (ম্যাকডারমট ৫, ওয়েড ২, ক্রিস্টিয়ান ৩৯, মার্শ ৫১, হেনরিকেস ৪, কেয়ারি ১, টার্নার ৯*, অ্যাগার ২৭, টাই ৪*; মেহেদি ৪-০-১৭-২, সাকিব ৪-০-৫০-০, নাসুম ৪-০-১৭-১, মুস্তাফিজ ৪-১-৯-২, শরিফুল ২-০-৮-১, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।
ফল: অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
Discussion about this post