টেস্ট ম্যাচে সেঞ্চুরির দিনে আরেকটা সুখবর পেলেন নাজমুল হাসান শান্ত। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি-দুই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। ডিসেম্বরে হতে যাওয়া দুটি সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি। এ সফরে শান্তর ডেপুটি মেহেদী হাসান মিরাজ।
এ সফরের ওয়ানডে দলে ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা দুজন স্পিনার-রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। দুই ফরম্যাটের দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই। তিনি নেই নিউজিল্যান্ড সফরেও।
১৭, ২০ ও ২৩ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। ডানেডিনের পর নেলসন ও নেপিয়ারে হবে ম্যাচগুলো। ২৭ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারেঅ ২৯ ও ৩১ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে হবে শেষ দুটি ম্যাচ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দল
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও তানজিম হাসান।
Discussion about this post