তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হয়ে বিপাকে সাকিব আল হাসান। তার দল ক্ষমতায় নেই। তিনিও এখন স্বৈরাচারের দোসরের অপবাদ পাচ্ছেন। এমন কী মামলাও হয়েছে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। তবে আগের সরকার পতনের পর দুটো সিরিজই হয়েছে দেশের বাইরে। প্রথম টি পাকিস্তানে। এখন চলছে ভারতে। দুটোতেই আছেন সাকিব।
কিন্তু সামনেই বাংলাদেশের সঙ্গে লড়াই। এই সিরিজে কি থাকবেন তিনি? দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন?
হত্যা মামলার আসামি হওয়ার কারণে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ কী হবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী মাসে ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন কি সাকিব?
সোমবার মিরপুরে গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস এনিয়ে বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’
সাকিব ফিট থাকলে দেশের মাটিতে সিরিজ খেলতে অন্য কোনো সমস্যা হবে না বলে জানান, ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলার প্রসঙ্গে নাফীস আরও বলেন, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’
Discussion about this post