ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই লড়তে পারল না পাকিস্তান। অবশ্য দক্ষিণ আফ্রিকার মাঠে সাফল্য পাওয়া সহজ নয়। নিজেদের উইকেটে বরাবরই সেরা প্রোটিয়ারা। এবারো তাদের দাপটের সামনে অসহায় সফরকারীরা।
শুক্রবার সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে সহজেই জয় তুলে নিয়েছে তারা। বক্সিং ডে টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
পাকিস্তান ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই হেরেছে। প্রথম ইনিংসে তাদের ১৮১ রানে অলআউট। তারপর ২২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯০ রান শেষ সরফরাজ আহমেদের দল। এরপর জিততে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রান। আর ৪ উইকেট হারিয়ে ৫০.৪ ওভারে জয়ের বন্দরে নোঙর করে।
তৃতীয় দিনে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে জয়ের লক্ষ্যে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম কোন রান না করেই ফিরেন। ৮ রানে প্রাণ ফিরে পেয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হাশিম আমলা। দ্বিতীয় উইকেটে ডিন এলগারের সঙ্গে ১১৯ রানের জুটি গড়েন তিনি।
১২৩ বলে ৫০ রানে আউট এলগার। ৬৩ রানে অপরাজিত আমলা। দলকে জিতিয়ে ১৩ রানে অপরাজিত তেম্বা বাভুমা। ৯৬ রানে ১১ উইকেট নিয়ে বক্সিং ডে টেস্টের সেরা ক্রিকেটার ডুয়ানে অলিভিয়ের।
আর এই টেস্টে দলের অধিনায়কই রান পাননি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিস দুই ইনিংসে শূন্য রানে অাউট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দুই দলের ক্যাপ্টেনই ‘কিং পেয়ার’ পেলেন।
৩ জানুয়ারি কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১৮১/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২২৩/১০
পাকিস্তান ২য় ইনিংস: ১৯০/১০
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৫০.৪ ওভারে ১৫১/৪ (এলগার ৫০, মারক্রাম ০, আমলা ৬৩*, ডি ব্রুইন ১০, ডু প্লেসিস ০, বাভুমা ১৩*; আমির ০/২৪, হাসান ১/৩৯, আফ্রিদি ১/৫৩, ইয়াসির ১/২০, মাসুদ ১/৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ডুয়ানে অলিভিয়ের
Discussion about this post