ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। সন্ধ্যা ৬টায় শুরু মিরপুরের শেরেবাংলায় সিরিজের প্রথম টি-টুয়েন্টি। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়। এই ম্যাচের আগে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বললেন, এই সিরিজে তিনি মিস করবেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে। তারা নেই এই সিরিজে। চলুন দেখে নেই এনিয়ে কী বললেন রিয়াদ।
মুশফিক-তামিম প্রসঙ্গে…
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, আপনি যত উপরের র্যাংকিংয়ের দলই হোক না কেন নির্দিষ্ট দিনে যদি ভালো খেলতে পারেন তাহলে যেকোনো দলকেই হারাতে পারবেন। অবশ্যই হয়তোবা ওদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি, একই সাথে আমরাও আমাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করছি। লিটন, তামিম, মুশফিককে মিস করছি। এটা আমাদের দলের ও ক্রিকেটারদের জন্য বড় সুযোগ নিজেদের স্ট্যান্ডার্ড দেখানো যে আমরা ঘরের মাঠে ভালো একটা দল।
সিরিজ জেতার বড় সুযোগ…
সেরা সুযোগ কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন। তারা টি-টোয়েন্টিতে ভালো দল, ভালো ক্রিকেট খেলেই তাদের হারাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমরা আমাদের স্কিল কতটা ম্যাচে প্রয়োগ করতে পারি। পরিস্থিতি অনুসারে কতটা প্রয়োগ করতে পারছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। আমার মনে হয় ভালো একটা সিরিজ হবে। আমরা জিম্বাবুয়েতে আলহামদুলিল্লাহ ভালো খেলেছি এবং আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।
তরুণদের নিয়ে..
আমার মনে হয় সোহান, আফিফ, শামীম নিজেদের খেলা শেষ করার সামর্থ্যের ছাপ রেখেছে। আর তারা বেশ ভালো ছন্দে আছে। আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখছি যে তারা তাদের প্রতিভা ও স্কিলের প্রতি সুবিচার করতে পারবে।’
নিজের ব্যাটিং অর্ডার প্রসঙ্গে…
টি-টোয়েন্টিতে হয়তোবা আমি প্রায় সময় ৫-৬ নম্বরে ব্যাট করেছি। তবে গত জিম্বাবুয়ে সিরিজে আমি উপরের দিকে ব্যাট করেছি। আর খুব সম্ভবত এই (অস্ট্রেলিয়া) সিরিজেও হয়তোবা উপরের দিকে ব্যাট করতে হতে পারে। চেষ্টা করবো ইন শা আল্লাহ যেন দলের প্রয়োজনে অবদান রাখতে পারি।
Discussion about this post