এখনো ইনজুরি থেকে মুক্তি মিলেনি। অনুশীলনে ফিরলেও ম্যাচ খেলার মতো সুস্থ হয়ে উঠেন নি তামিম ইকবাল। কিন্তু স্রোতের বিপরীতে এই ম্যাচে তাকে রেখেই একাদশটা গড়ে চাইছে টিম ম্যানেজম্যান্ট। তাইতো রোববার অনুষ্ঠেয় সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তাকে রেখেই একাদশ গড়া যায় কীনা সেটাই ভাবা হচ্ছে।
চোটের কারণে ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেনি তামিম। এ অবস্থায় রোববার পারবেন কি? এনিয়ে শনিবার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘দেখুন, তামিম আশিভাগ সুস্থ্য আছে। আমি আশাবাদী, প্রথম ওয়ানডেতেও তাকে মাঠে দেখা যাবে।’
এখানেই শেষ নয়, স্বস্তির কথা আরো শোনালেন আকরাম। বলেন, ‘ফিজিওর সঙ্গে কথা হয়েছে। ওরা অনুশীলনে গেছে। ফিরলে সন্ধ্যায় পরীক্ষা করে দেখা হবে সে কতটা ফিট আছে। তারপরই সিদ্ধান্ত নেয়া হবে।’ তার মানে তামিমের খেলা নিয়ে এখনো সংশয় থাকছেই।
কিম্বার্লিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় (বাংলাদেশ সময়)। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৮ ও ২২ অক্টোবর।
Discussion about this post