ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নির্বাচকরা নাকি তার নামটা ভুলেই গিয়েছিলেন। শেষ অব্দি সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হতেই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পথ ধরেই সৌম্য সরকারের নামটাও চলে আসে বিসিবির চুক্তিতে। চুক্তির গ্রেড ঘোষণার তালিকায় তিনি আছেন সাদা বলের শীর্ষ ক্যাটেগরিতে। ‘এ প্লাস’ গ্রেডে সৌম্যর পারিশ্রমিক মাসে ৪ লাখ টাকা।
এর আগে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ১৬ ক্রিকেটারকে রাখা হয়েছে এই বছরের চুক্তির তালিকায়। তারপর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, কাটছাঁট করতে গিয়ে বাদ পড়ে সৌম্য সরকারের নাম। মঙ্গলবার তাকে রেখে মোট চুক্তিবন্ধ ক্রিকেটার ১৭ জন।
এবারই বিসিবি প্রথমবারের মতো এবার লাল ও সাদা বলের আলাদা চুক্তি করেছে। দুটিতেই শীর্ষ ক্যাটেগরিতে থাকছেন- তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
এ অবস্থায় লাল-সাদা মিলিয়ে তামিম ও মুশফিকের মাসিক পারিশ্রমিক ৬ লাখ টাকা। তাইজুল লাল বলের ‘বি’ গ্রেডের জন্য ২ লাখ আর সাদা বলের ‘ডি’ গ্রেডের জন্য পাচ্ছেন ৫০ হাজার (১ লাখের অর্ধেক), মোট আড়াই লাখ টাকা।
সাদা বলের শীর্ষ ক্যাটেগরিতে রয়েছেন মাহমুদউল্লাহ। লাল-সাদা দুই চুক্তিতে থাকা লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ দুটিতেই আছেন ‘বি’ গ্রেডে। টেস্ট অধিনায়ক মুমিনুল হক আছেন শুধু লাল বলের চুক্তিতে।
দেখে নিন কার কতো বেতন-
এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)
লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল
সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার
এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)
লাল বল: মুমিনুল হক
সাদা বল: নেই
বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)
লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম
সাদা বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান
সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)
লাল বল: নেই
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন
ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)
লাল বল: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি
সাদা বল: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ
Discussion about this post