চট্টগ্রাম টেস্টে সত্যিকার অর্থেই দুঃসময় গেল বাংলাদেশ ক্রিকেট দলের। বিশেষ করে বোলাররা রীতিমতো নাজেহাল হয়েছেন। এরইমধ্যে তাইজুল ইসলাম বল হাতে অন্য এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। শনিবার জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত এমন একটি মাইলফলকে নিজেকে নিয়ে গেছেন এই স্পিনার। বল হাতে রান দেওয়ায় ডাবল সেঞ্চুরি করেছেন। সঙ্গে দেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার করারও রেকর্ড গড়েছেন। চট্টগ্রাম টেস্টে তাইজুলের বোলিং ফিগার ছিল-৬৭.৩-১৩-২১৯-৪!
পরিসংখ্যান জানাচ্ছে-বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে দুইশ রান দিলেন তাইজুল। শনিবার টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার। দুইশ রান দিয়েছেন নিজের ৬৪তম ওভারে। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এর আগে যৌথভাবে ছিল মোহাম্মদ রফিক ও সোহাগ গাজীর।
২০০৮ সালে ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ৪৮ ওভারে রফিক দেন ১৮১ রান। ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেই রেকর্ড স্পর্শ করেন সোহাগ গাজী। পরের বছর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রান দিয়েছিলেন তাইজুল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মেহেদি হাসান মিরাজ গুনেছিলেন ১৭৮ রান।
এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার বিশ্বরেকর্ড চাক ফ্লিটউড-স্মিথের। ১৯৩৮ অ্যাশেজের ওভাল টেস্টে ৮৭ ওভার বোলিং করে ২৯৮ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার।
Discussion about this post