ঢাকা: জাতীয় দল নির্বাচকদের এখন খুব ব্যস্ত সময়, তিন তিনটে দল গোছাতে হচ্ছে তাদের। অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প চলছে অনেকদিন ধরে, অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পও চলছে। বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিনিয়রদের ২৮-৩০ জনকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প।
বিতর্ক পেছনে ফেলে সঠিক পথেই এগুচ্ছে দেশের ক্রিকেট। আসন্ন সফরগুলোর দিকে দৃষ্টিপাত করলেই তা স্পষ্ট। আকরাম খানের মুখেই শোনাযাক ভবিষ্যৎ সফর সম্পর্কে,‘ বাংলাদেশ ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডে যাবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল সিঙ্গাপুর যাচ্ছে পাকিস্তান, ইংল্যান্ডের সঙ্গে একটা টুর্নামেন্ট খেলার জন্য। এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৪ বা ৫ তারিখ থেকে ওরা প্র্যাকটিস শুরু করে দিবে। ২৮-৩০ জনের একটা দল করেছি। ওরা ১৩ তারিখ থেকে প্র্যাকটিস শুরু করবে। সেখান থেকে ‘এ’ দলের খেলোয়াড় নিব।’
‘এ’ দলটা কিছু জাতীয় দলের খেলোয়াড়, যারা জাতীয় দলের হয়ে ভালো খেলেনি ওরা, যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার সম্ভাবনা আছে তাদের নিয়ে বানাই নরমালি। কিন্তু এখন আমাদের অনূর্ধ্ব-২৩ দলও বানাতে হচ্ছে। সেজন্য দু-চারটা বেশি স্টাবলিশ পেয়ার দিয়ে ‘এ’ দল পাঠাতে হবে ইংল্যান্ডে-বলেন, আকরাম খান।
১ জুলাই থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা রয়েছে। সেটা হলে ট্রেনিংটা ভালোই হবে ‘এ’ দলের জন্য। আকরাম বলেন,‘এখনো ১৫ দিন সময় আছে। লিগ শুরুর আগে ভালো ফিজিক্যাল ফিটনেসের কাজ হবে। কাব ক্রিকেট শুরু হলে সবাই খেলার মধ্যে থাকবে। ইংল্যান্ডে যাবে ‘এ’ দল, অক্টোবরে নিউজিল্যান্ড আসবে। মৌসুম তো শুরু হয়ে যাচ্ছে।’
স্পোর্টস করেসপন্ডেন্ট
Discussion about this post