ঢাকা টেস্টের ২য় দিনে মধ্যাহ্ন বিরতির সময় অস্ট্রেলিয়ার রান ৬ উইকেট হারিয়ে ১২৩। এখনো ১৩৭ রানে এগিয়ে বাংলাদেশ। দাপট টাইগারদের।
মিরপুরের শেরেবাংলায় আগের দিন শেষ বিকেলেের রোমাঞ্চে হাসি ছিল টাইগারদের মুখে। সোমবার সকালেও সেই একই দাপট। দিনের তৃতীয় ওভারে স্টিভেন স্মিথের উইকেট তুলে নিয়ে শুরু। তারপর পিটার হ্যান্ডসকমকে (৩৩) দেখালেন সাজঘরের পথ। লাঞ্চে আগে শেষ ওভারে ম্যাট রেনশকে (৪৫) বিদায় করে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে স্বাগতিক বাংলাদেশ।
এ রিপোর্ট লেখার সময় গ্লেন ম্যাক্সওয়েল ৮, ম্যাথু ওয়েড ৫ রানে অপরাজিত আছেন। এটিই তাদের শেষ দুই স্বীকৃত ব্যাটসম্যান।
দ্বিতীয় দিন সকালে একটি করে উইকেট নিয়েছেন তিন স্পিনার সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। পেসার মুস্তাফিজুর রহমানও দুর্দান্ত বল করছেন। সব মিলিয়ে সাকিব ও মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
Discussion about this post