ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লম্বা সময় পর টেস্টে ফিরেই চট্টগ্রামে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু ঐ ম্যাচের শেষ দিনে খেঁই হারিয়ে ফেলে টিম টাইগার্স। যার খেসারতটা দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটে। এদিকে ব্যক্তিগতভাবে মুশফিকুর রহিমের জন্যও ভালো কাটেনি সিরিজের প্রথম টেস্ট। তবে সব হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে প্রস্তত তিনি ও তার দল=। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুধবার এমনটাই জানিয়েছেন মুশি।
চট্টগ্রাম টেস্ট জিতলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পয়েন্ট পেত। কিন্তু সে আশা শেষ হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট অর্জনের আশা করছে বাংলাদেশ। এজন্য তৈরি টিম টাইগার্স। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক এমনটাই জানিয়েছেন, ‘প্রথম ম্যাচ আমাদের পক্ষে যায়নি। তবে আমরা জানি, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। দলের সবাই নিজেদের সেরাটা উজার করে দিতে এবং মানসিকতার প্রমাণ দিতে প্রস্তুত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামছি আমরা, সবার কাছে দোয়া প্রার্থনা করছি। আমরা করব জয়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হতাশ করেন মুশফিক। দুই ইনিংসে এ তারকা যথাক্রমে রান করেন ৩৮ ও ১৮। তবে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টেই ঘুরে দাঁড়াতে চাইছেন তিনি। এজন্য এ তারকা তৈরি বলেও জানিয়েছেন।
Discussion about this post