বিস্ময়কর, খেলবেন ১১ জন অথচ স্কোয়াড ২০ জনের। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের জন্য এত বিশাল দলই ঘোষণা করেছে বিসিবি!
এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে ছিল ১৭ জনের। দ্বিতীয় টেস্টের জন্য ডাক পেলেন ইনজুরি কাটিয়ে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ওপেনার নাঈম শেখ।
চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে! শনিবার থেকে মিরপুরের শেরে বাংলায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট!
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ।
Discussion about this post