এটাকে চমক ছাড়া আর কীইবা বলা যায়? দু’জনই প্রায় হারিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ কথা বলে কিছু নেই। ভারতীয় টি-টুয়েন্টি দলে ফিরলেন যুবরাজ সিং। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরলেন ক্যান্সার জয়ী এই তারকা। যুবি দলে ফিরলেন প্রায় ২০ মাস পর। শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন ঢাকায় টি-টুয়েন্টি বিশ্বকাপে।
আবার ৩৬ বছর বয়সী আশিষ নেহেরা দলে ফিরলেন। শেষ চার বছর আগে ছিলেন জাতীয় দলে।
বলা দরকার অস্ট্রেলিয়া সফরে ভারত পাঁচটি ওয়ানডে, তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ওয়ানডে সিরিজ শুরু ১২ জানুয়ারি। টি-টুয়েন্টি সিরিজ শুরু ২৬ জানুয়ারি।
টি-টুয়েন্টি দল-
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, হরভজন সিং, উমেশ যাদব, ভূবনেশ্বর কুমার, আশিষ নেহরা।
ওয়ানডে দল-
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, মনীশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, গুরকিরত সিং মান, ঋষি ধাওয়ান, ব্রাইন্দ শার্ন।
Discussion about this post