শক্তির বিচারে খুলনা টাইগার্সের চেয়ে বেশ পিছিয়ে ঢাকা ডমিনেটর্স। কিন্তু মাঠের লড়াইয়ে উল্টোটাই হয়েছে। খুলনাকে ৬ উইকেটে হারিয়ে শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক দেখাল ঢাকা। আরেকটু সরাসরি বলা অধিনায়ক নাসির হোসেনের হাত ধরে ম্যাচ জিতল ঢাকা।
নাসির হোসেন ঠিক ফেরার মতো করেই ফিরলেন। বিপিএলের গত আসরে কেউ দল পান নি। এবার অধিনায়ক হয়েই ফিরলেন। আর ফিরেই ব্যাট-বলে দাপট দেখিয়ে জেতালেন দলকে। ঢাকা ডমিনেটর্স তার অলরাউন্ড নৈপুন্যেই তুলে নিল দারুণ জয়। বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা ডমিনেটর্স শুরু করল এবারের বিপিএল।
বল হাতে দুটি উইকেট তুলেছেন নাসির। এরপর ৩৬ রানের অপরাজিত ইনিংস তিনি ঢাকাকে নিয়ে যান জয়ের বন্দরে। ২০১৯ সালের পর বিপিএলে প্রথম খেলতে নেমেই তিনি ম্যাচের সেরা এই তারকা ক্রিকেটার।
শীতের এই সময়টাতে কুয়াশার দাপট ছিল শেরেবাংলায়। আলোকস্বল্পতায় ম্যাচ শুরু হয় আধঘণ্টা দেরিতে। খুলনার ব্যাটসম্যানরা অলআউট হয়ে তুলে ১১৪ রান। ঢাকার হয়েপেসার আল আমিন হোসেন ৪ উইকেট নেন ২৮ রানে।
এরপর নাসিরের ব্যাটে জয় তুলে নেয় ঢাকা। ১৯.১ ওভার খেলে হাসিমুখে মাঠ ছাড়ে ঢাকা ডমিনেটর্স।
সংক্ষিপ্ত স্কোর-
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১১৩৮/৮ (তামিম ৮, শারজিল ৭, মুনিম ৪, আজম ১৮, ইয়াসির ২৪, সাইফ উদ্দিন ১৯, সাব্বির ১১, নাহিদুল ৭, ওয়াহাব ১০, ফন মিকেরেন ০; তাসকিন ৪-০-১৪-০, নাসির ৪-০-২৯-২, আল আমিন ৪-০-২৮-৪, সানি ৪-০-২৪-২, মুক্তার ৪-০-১৫-০)।
ঢাকা ডমিনেটর্স: ১৯.১ ওভারে ১১৪/৪ (মুনাবিরা ২২, শেহজাদ ৪ আহত অবসর, সৌম্য ১৬, মিঠুন ৮, নাসির ৩৬, উসমান ১৪, আরিফুল ৩; নাসুম ৪-০-২৩-১, ফন মিকেরেন ৪-০-১৮-১, নাহিদুল ৩.১-০-২২-০, সাইফ ৪-০-২২-২, ওয়াহাব ৪-০-৩২-১)।
ফল: ঢাকা ডমিনেটর্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: নাসির হোসেন।
Discussion about this post