আরেকটু হলে ‘পচা শামুকে পা কাটতে’ যাচ্ছিল দক্ষিণ আফ্রিকার। নেদারল্যান্ডসের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল প্রোটিয়ারা। কিন্তু মাঠে সেটা দেখা গেল না! শুধু অভিজ্ঞতার জোরে বেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা জিতেছে ৬ রানে। একই সঙ্গে চোকার্স অপবাদটাও মুছে দেওয়ার ইঙ্গিত দিল তারা। কেননা, আইসিসি টি-টুয়েন্টি ক্রিকেটে আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানে জয় তুলে নিয়েছিল তারা।
ম্যাটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রহ করে ১৪৫ রান। মাত্র ২২ বল খেলে হাশিম আমলা করেন ৪৩। ডাচ মিডিয়াম পেসার আহসান মালিক চার ওভারে মাত্র ১৯ রানে নেন ৫ উইকেট।
জবাব দিতে নেমে ভাল খেলছিল আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৯ রানে অলআউট হওয়া নেদারল্যান্ডস। স্টিফেন মাইবার্গই মাত্র ২৮ বলে ২ ছক্কা এবং ৮ বাউন্ডারিতে ৫১ রান করেন। ১২.৪ ওভারে ডাচদের রান ছিল ৪ উইকেটে ১১৬। জিততে দরকার ৪০ রান। বল বাকী ৪৪, উইকেট ৬। এরপরও জেতা হল না।
লেগ স্পিনার ইমরান তাহির এবং পেসার ডেল স্টেইন দুর্দান্ত বোলিং দলকে এনে দেয় দারুণ এক জয়। ২১ রানে ৪ উইকেট নিয়ে কাল ম্যাচসেরা তাহিরই। ১৯ রানে ২ উইকেট নিয়েছেন স্টেইন। ডাচরা শেষ ৬ উইকেট হারায় ২৩ রানে। অলআউট ১৩৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৪৫/৯ (আমলা ৪৩, প্লেসিস ২৪, ডি ভিলিয়ার্স ২১, ডুমিনি ১২, মিলার ১৭; মালিক ৫/১৯)।
নেদারল্যান্ডস : ১৮.২ ওভারে ১৩৯/১০ (মাইবার্গ ৫১, টম কুপার ১৬, বারেসি ১৪, বোরেন ১৩, বুখারি ১১; তাহির ৪/২১, স্টেইন ২/১৯)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী।
ম্যাচসেরা : ইমরান তাহির।
Discussion about this post