ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রোববার দুপুরে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এদিন ফ্লাইট বিলম্ব হওয়ায় প্রায় এক ঘণ্টা পর এসেছে দিমুথ করুনারত্নের দল।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান সাইকেলের অংশ বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার টেস্ট সিরিজটি। এ ইভেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ পাঁচ টেস্ট খেলে মাত্র একটিতে জয় পেয়েছে।
আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২৩ মে থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার ১৮ সদস্যের দল:
দিমুথ করুনারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দীনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়বিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
প্রথম টেস্টের বাংলাদেশ দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন।
Discussion about this post