১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আলো ঝলমলে একদিন। ২০০০ সালের এই দিনে টেস্ট অঙ্গনে পা রাখে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ দিয়ে শুরু হয় লাল সবুজের পথ চলা। এই দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও অভিনন্দন জানাল বাংলাদেশকে।
ইতিহাস জানাচ্ছে গত ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তাতে অবশ্য ব্যর্থতার গল্পই বেশি। ৭১টিতে হেরেছে দল। জয় ৭টি আর ১৫টি টেস্টে ড্র। তবে ব্যাক্তিগত নৈপন্যু অনেক কিছুই হয়েছে। টেস্টের সর্বকনিষ্ট সেঞ্চুরি সেঞ্চুরিয়ান আমাদের আশরাফুল। আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের। সোহাগ গাজীর এক টেস্টে সেঞ্চুরি, হ্যাটট্রিক, ৫ উইকেট শিকারের বিশ্বরেকর্ড রয়েছে।
এতোসব অর্জনের ওপর দাড়িয়ে আজ ১৫তম বর্ষপুর্তী পালন করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। তবে ওয়ানডেতে যেভাবে এগিয়েছে দল, টেস্টে সেভাবে পারেনি!
Discussion about this post