বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য করা হয়েছে ২০ টাকা। ওয়ানডে সিরিজের একটি ম্যাচ দেখতে হল আপনাকে সর্বনিম্ম খরচ করতে হবে ১০০ টাকা। টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউক্যাশ এবং নির্ধারিত ১১টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি করবে ব্যাংকটি।
ঢাকায় টিকেট পাওয়া যাবে ইউসিবিএলের মিরপুর, ধানমণ্ডি, বসুন্ধরা, বিজয়নগর ও উত্তরা শাখায়। চট্টগ্রামে মুরাদপুর, আন্দরকেল্লা, দামপাড়া ও হালিশহর শাখায়। তাছাড়া খুলনার খান জাহান আলী ও খুলনা প্রধান শাখায় টিকেট মিলবে।
২৫ অক্টোবর শনিবার সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ৩ নভেম্বর শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট ১২ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ৫ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের প্রথমটি ২১ নভেম্বর।
টেস্টের টিকেটের মুল্য-
হসপিটালিটি বক্স: এক হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
গ্রান্ড স্ট্যান্ড দক্ষিণ ও উত্তর: ৩০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকেটের মুল্য:
বিসিবি কর্পোরেট: এক হাজার টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
ক্লাব হাউজ: ৭৫ টাকা
পশ্চিম গ্যালারি: ৫০ টাকা
পূর্ব গ্যালারি: ২০ টাকা
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্টের টিকেটের মুল্য-
হসপিটালিটি বক্স: এক হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
গ্রান্ড স্ট্যান্ড: ৩০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ৭৫ টাকা
ক্লাব হাউজ: ৭৫ টাকা
পশ্চিম গ্যালারি: ৫০ টাকা
পূর্ব গ্যালারি: ২০ টাকা
Discussion about this post