ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কঠিন চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশের যুবারা। মনে হচ্ছিল বুঝি শেষ দিনে তিনশ রান তাড়া করতে গিয়ে হোঁচট খেতে পারে স্বাগতিক দল। কিন্তু মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরি আর তৌহিদ হৃদয়ের চমকপ্রদ ব্যাটিংয়ে ঠিকই পথ খুঁজে নিয়েছে বাংলাদেশ। যুব টেস্ট সিরিজেও ইংল্যান্ড যুবাদের হোয়াইটওয়াশ করেছে জুনিয়র টাইগাররা।
সোমবার চট্টগ্রামে যুব টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ইনিংসে ৩৩৩ রানের লক্ষ্যে নেমে মাহমুদুলের শতরানে হাসিমুখে মাঠ ছাড়ে যুবারা।
এবার তিন ফরম্যাটেই ইংলিশদের উড়িয়ে দিয়েছে যুবারা। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচের যুব ওয়ানডে আর টি-টুয়েন্টিতেও প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন তারা।
সোমবার চট্টগ্রামে ১ উইকেটে ৩৪ রান নিয়ে শেষ দিনে মাঠে নামে বাংলাদেশ। জিততে চাই ২৯৯ রান। ঠিক তখনই তানজিদ হাসানের ৫১ বলে ৫১ রান তুলে পথ দেখান দলকে। এরপর তিনে নেমে পারভেজ হোসেন তুলেন ৮১ বলে ৩৭। তারপরই চতুর্থ উইকেটে হৃদয়কে নিয়ে মাহমুদুল গড়েন ১৪২ রানের জুটি। ৭৬ করে ফিরেন হৃদয়।
মাহমুদুল ২২৪ বলে ১১৪ করে ফিরেন। এরপর ২৫ বলে ২০ রান করেন শাহাদাত হোসেন। দিনের খেলার ২৫ বল বাকী থাকতে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।
ম্যাচের সেরা মাহমুদুল। আর প্রথম টেস্টে ৯ ও দ্বিতীয়টিতে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা স্পিনার মিনহাজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস : ৩৩৭/১০
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস ২২৮/১০
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস : ২২৩/৮ (ডি.)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩) ৯৩.৫ ওভারে ৩৩৩/৭ (তানজিদ ৫১, পারভেজ ৩৭, মাহমুদুল ১১৪, হৃদয় ৭৬, আকবর ৫, শাহাদাত ২০, রুহেল ৪*, মিনহাজুর ৩*; ফিঞ্চ ২/৬০, অলড্রিজ ২/৭৯, কাদরি ২/৬১, বল্ডারসন ০/১৯, হলম্যান ১/৪৭, হিল ০/৩৪, গোল্ডসওয়ার্থি ০/৩১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০তে জয়ী
ম্যাচসেরা: মাহমুদুল হাসান
সিরিজসেরা: মিনহাজুর রহমান
Discussion about this post