হ্যামিলটন টেস্টে এখন হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৩ রানেই আÍসমর্পণ অল আউট ড্যারেন স্যামির দল। চতুর্থ দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার আর মাত্র ১১৬ রান, হাতে ১০ উইকেট। তার মানে সিরিজ ২-০ হয়ে যাচ্ছে।
রস টেলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৪৯। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিন টেস্টেই সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন টেলর। ডানেডিনে করেছিলেন অপরাজিত ২১৭, ওয়েলিংটনে ১২৯।৯১ রানে নেন ৬ উইকেট নেন সুনীল নারাইন। আর টেস্টে এটাই তার সেরা বোলিং ফিগার।
শনিবার দিন শেষে বিনা উইকেটে ৬ রান তুলেছে কিউইরা।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ৩৬৭ ও ২য় ইনিংস : ১০৩/১০ (ব্রাথওয়েট ৭, এডওয়ার্ডস ১, স্যামুয়েলস ৮, চন্দরপল ২০, দিওনারাইন ১৩, রামদিন ১৮, স্যামি ২৪; বোল্ট ৪/২৩, সাউদি ৩/১২, ওয়াগনার ২/৩৪, অ্যান্ডারসন ১/২২)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩৪৯/১০ (টেলর ১৩১, উইলিয়ামসন ৫৮, অ্যান্ডারসন ৩৯, ওয়াগনার ২২; নারাইন ৬/৯১, স্যামি ২/৬৯) ও ২য় ইনিংস : ৬/০ (ফুলটন ৪ ব্যাটিং, রাদারফোর্ড ০ ব্যাটিং)।
Discussion about this post