ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই জানা গেল এ ফরম্যাটের দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার।
চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদিকে একই কারণে নেই তামিম ইকবালও। এছাড়া টি-টোয়েন্টির জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেনও।
ঘরের মাঠে আসন্ন সিরিজে দলে জায়গা পেয়েছেন, আকবর আলী ও সাইফ হাসান। এদিকে ইয়াসির আলীর রাব্বি সুযোগ পেয়েছেন, তার সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি দলে অলরাউন্ডার শহিদুল ইসলামের জায়গা হয়েছে। আমিনুল ইসলাম বিপ্লবও ফিরেছেন দলে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও আকবর আলী।
Discussion about this post