ইঙ্গিতটা আগেই ছিল। এবার সেই ইঙ্গিত বাস্তবতা হয়ে ধরা দিল। আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে সাময়িক বিরতিতে গেলেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল মিনিস্টার ঢাকার হয়ে অনুশীলন করতে নেমে নিজেই জানালেন, আপাতত ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে নামছেন না তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটে ফেরা নিয়ে তামিম জানালেন, আগামী বিশ্বকাপ অব্দি আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে প্রয়োজন হলে এই বছরের শেষদিকে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন। যদিও তার বিশ্বাস সেটির দরকার হবে না। কারণ ততোদিনে তার বিকল্প পেয়ে যাবে বাংলাদেশ।
৩২ বছর বয়সী তামিম বৃহস্পতিবার নিজ শহর চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দেখুন, শেষ কয়েকদিন ধরে আপনারা সবাই জানেন আমার আন্তর্জাতিক টি-টুয়েন্টির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। প্রথমেই আমি একটা জিনিস বলি আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। (বিসিবি) সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে কথা হয়েছে। উনারা অবশ্যই চাচ্ছেন অন্তত বিশ্বকাপ পর্যন্ত আমি চালিয়ে যাই। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুই পক্ষ মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টুয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।’
তবে ভবিষ্যতে দলের প্রয়োজনে নিজেকে প্রস্তুত রাখবেন তামিম। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনাটা শেষ করে দেননি এই তারকা ওপেনার। বলেন, ‘আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি তৈরি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।’
এখন অব্দি বাংলাদেশের হয়ে ৭৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তামিম। করেছেন ১৭৫৮ রান। ২৪.০৮ গড় ও ১১৬.৯৬ স্ট্রাইক রেট। ২০১৪ বিশ্বকাপে ওমানের বিপক্ষে লাল-সবুজের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে করেন শতরান। সেই অধ্যায় পেছনে ফেলে এখন এই ফরম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তামিম।
Discussion about this post