ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তানের কাছে টেস্ট সিরিজে হারের রেশ থাকতেই ঘোষিত হয়েছে টি-টুয়েন্টি দল। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে নতুন মুখ তরুণ পেসার ইয়াসিন আরাফাত। আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। বাদ পড়েছেন দুই তারকা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও রুবেল হোসেন।
বাংলাদেশ সবশেষ টি-টুয়েন্টি খেলেছিল গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই দল থেকে নেই আরিফুল হক, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন আর নাজমুল ইসলাম অপু। সংগতভাবেই নেই তামিম ইকবাল। কারণ এই অভিজ্ঞ ওপেনার রয়েছেন ছুটিতে।
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে এই ত্রিদেশীয় সিরিজ শুরু আগামী শুক্রবার থেকে। প্রাথমিক পর্বে সব দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। শীর্ষ দুই দল খেমুখোমুখি হবে ফাইনালে।
তিন জাতি টি-টুয়েন্টিতে বাংলাদেশের সঙ্গে আছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। টি-টুয়েন্টি সিরিজের সাত ম্যাচের মধ্যে তিনটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল সহ বাকি চারটি ম্যাচ হবে মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।
Discussion about this post