বাংলাদেশ প্রিমিয়ার লিগে কতো কী যে ঘটছে। বিপিএলের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কত্ব নিয়ে পরীক্ষা থামছেই না। টুর্নামেন্টের মাঝপথে দ্বিতীয় বারের মতো পরিবর্তিত হলো দলটির অধিনায়ক। এবার দলটির নতুন অধিনায়ক তরুণ আফিফ হোসেন ধ্রুব।
মঙ্গলবার ঢাকার বিরুদ্ধে চট্টগ্রামের হয়ে টস করেছেন আফিফ। চার ম্যাচ অধিনায়কত্ব করার পর দলটির নেতৃত্ব হারান মেহেদি হাসান মিরাজ। এর পরের চার ম্যাচে অধিনায়কত্ব করেন নাঈম ইসলাম। এবার তাকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে আফিফকে।
অধিনায়কত্বের শুরুটা অবশ্য ভালো হয়নি আফিফের। চট্টগ্রাম অধিনায়ক ধ্রুব হেরেছেন টসে। ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টসে জিতে নিয়েছেন ফিল্ডিং। এ অবস্থায় রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়ে চট্টগ্রাম আপাতত বাঁচিয়ে রাখল প্লে-অফের আশা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার চট্টগ্রামের ১৪৮ রান তাড়ায় ১৪৫ রানে থামে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৪৮/৭ (জাকির ১, জ্যাকস ২৬, আফিফ ২৭, মিরাজ ২, শামীম ৫২, আকবর ৯, হাওয়েল ২৪*, মৃত্যুঞ্জয় ০*; মাশরাফি ৪-০-২৪-১, ফারুকি ৪-০-৩২-১, সানি ৩-০-১৬-১, ইবাদত ৪-০-৩৪-১, কাইস ৪-০-৩৩-১, মাহমুদউল্লাহ ১-০-৫-১)
মিনিস্টার ঢাকা: ২০ ওভারে ১৪৫/৬ (তামিম ৭৩*, শাহজাদ ৭, ইমরান ৮, মাশরাফি ২, মাহমুদউল্লাহ ২৪, শুভাগত ২২, কাইস ১, নাঈম ২*; শরিফুল ৪-০-২৮-২, নাসুম ৪-০-১৫-১, মৃত্যুঞ্জয় ৪-০-২১-২, মিরাজ ৩-০-২৯-১, হাওয়েল ৪-০-৪১-০, জ্যাকস ১-০-৯-০)
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৩ রানে জয়ী
ম্যাচসেরা: শামীম হোসেন
Discussion about this post