অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। গত আসরে তিনি ছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। এবার খেলার সুযোগ পেলেন মাত্র একটি ম্যাচ। সেখানেও যারপরনাই ব্যর্থ। সেই স্মৃতি পেছনে ফেলে শুক্রবার রাতেই ইংল্যান্ডের পথে উড়াল দেবেন দ্য ফিজ। সঙ্গে থাকবেন আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। যার আইপিএল মিশনটাও এবার হয়েছে দুঃস্বপ্নের মতো। একই বিমানের যাত্রী হতে পারেন মাশরাফি বিন মতুর্জা।
তবে একটি মাত্র ম্যাচ খেলার থাকলেও আইপিএল অভিজ্ঞতাকেও বড় করে দেখেছেন মুস্তাফিজ। এ অবস্থায় বাংলাদেশের আসন্ন আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে সেরাটা দিতে চান কাটার মাষ্টার।
ত্রিদেশীয় টুর্নামেন্ট ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে মুস্তাফিজ বললেন, ‘আমার তো নিজের প্রতি সবসময় বিশ্বাস আছে ভালো করার। আয়ারল্যান্ডে ও ইংল্যান্ডে চেষ্টা করবো সেরাটা দিতে। আমাকে আসলে এ দুই সিরিজে খেলানো হবে কি না আমি তো নিশ্চিত নই। দলে থাকার জন্য ভালো খেলার চেষ্টা করি। খেলার সুযোগ পেলে তো অবশ্যই ভাল লাগে।’
আইপিএল অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আইপিএলে ওভাবে না খেললেও বোলিং অনুশীলন চালিয়ে গেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি দূরে আছে। তার আগে প্র্যাকটিস ক্যাম্প। আশা করি ভালো কিছু হবে। আমরা অনেকদিন প্র্যাকটিস করতে পারবো। আমাদের আয়ারল্যান্ডে খেলা আছে।’
এই মিশনেই ক্যারিয়ারের সেই সুদিন ফিরে পেতে চান তিনি। দেখাতে চান সেই কাটারের জাদু!
Discussion about this post